১৪ এপ্রিল ২০২৫ - ২০:৪১
Source: Parstoday
গাজায় নতুন করে ইহুদিবাদী বর্বরতা: ৩৭ জন শহীদ, ৩৬ টি হাসপাতাল ধ্বংস

পার্সটুডে-গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর সাম্প্রতিক অপরাধযজ্ঞে, ৩৬টি হাসপাতাল ধ্বংসের পাশাপাশি,৩৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের নির্মূল করার জন্য জাতিগত শুদ্ধি অভিযান চালিয়ে যাচ্ছে, ইহুদিবাদী ইসরাইল। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাত্মক সমর্থনের কারণে উপত্যকার বাসিন্দাদের ওপর তারা গণহত্যা চালিয়ে যাচ্ছে। মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে গতকাল রোববার গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর হামলায় ৩৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি বর্বর হামলায় ৬০ হাজার শহীদ এবং ১ লাখ ১৬ হাজার ১৫৬ জন আহত হয়েছে।

৩৬টি হাসপাতাল ধ্বংস

গাজা উপত্যকার সরকারি তথ্য অফিস ঘোষণা করেছে, ইসরাইলিরা এখন পর্যন্ত বোমা হামলা চালিয়ে ৩৬টি হাসপাতাল ধ্বংস করেছে। রোববার সকালে ইসরাইলি যুদ্ধবিমান আল-আহলি আল-আরাবি হাসপাতালে (আল-মোআমেদানি) আক্রমণ করার পর এবং এর জরুরি বিভাগে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর এই পরিসংখ্যান প্রকাশ করা হয়। ওই হামলায় হাসপাতালের ভর্তি কক্ষ, পরীক্ষাগার এবং ফার্মেসির উল্লেখযোগ্য ক্ষতি হয়। ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) এর প্রতিনিধি ইনাস আবু খালফও ইহুদিবাদী বর্বরতার কারণে গাজার শোচনীয় মানবিক পরিস্থিতির সমালোচনা করে বলেছেন: এই যুদ্ধ গাজার জীবনের সকল দিকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ। এই যুদ্ধে ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করা হচ্ছে।

ইসরাইলি লক্ষ্যবস্তুতে ইয়েমেনি প্রতিরোধ বাহিনীর হামলা

ইয়েমেনি সশস্ত্র বাহিনী অধিকৃত আশদোদের পূর্বে অবস্থিত ইসরাইলের 'সুদেত মিখা' ঘাঁটি এবং 'ইয়াফা' এলাকার বেন গুরিয়ন বিমানবন্দরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এগুলোর মধ্যে একটি ছিল সুপারসনিক 'ফিলিস্তিন-২' মডেলের ক্ষেপণাস্ত্র। এছাড়াও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় বিপুল সংখ্যক ইহুদি বসতিতে সতর্কতার সাইরেন বেজে উঠেছে। অধিকৃত ভূখণ্ডের মধ্যাঞ্চলে ৩০০ টিরও বেশি ইহুদি বসতিতে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। এদিকে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি রোববার হাজ্জাহ প্রদেশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার ঘোষণা দিয়েছেন। সাম্প্রতিক দিনগএলাতে ইয়েমেনি প্রতিরোধ বাহিনীর হাতে ভূপাতিত হওয়া ১৯তম আমেরিকান ড্রোন ছিল এটি।

ইয়েমেনিদের প্রতি কাসসামের কৃতজ্ঞতা

ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন (হামাস) এর সামরিক শাখা শহীদ ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদাহ ফিলিস্তিনি জনগণের সমর্থনে দখলদার ইসরাইলি ভূখণ্ডে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, প্রকৃত ইয়েমেনি ভাইয়েরা, ফিলিস্তিন এবং আল-আকসা মসজিদকে সমর্থন করার জন্য তাদেরকে জীবন ও সম্পদের বিশাল মূল্য দিতে হয়েছে।

ইয়েমেনে মার্কিন বিমান হামলা

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে: রোববার রাতে সানার পশ্চিমে বানি মাতার শহরে একটি সিরামিক কারখানায় মার্কিন সেনাবাহিনীর বিমান হামলায় ৬ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছে।#

342/

Your Comment

You are replying to: .
captcha